Thursday, May 9, 2019

পিংলায় গভীর রাতে ভারতী ঘোষের গাড়ি থেকে উদ্ধার কোটি টাকা


NHTওয়েব ডেস্ক:-আগামী রবিবার ঘাটাল লোকসভায় ভোট আর  তার ঠিক দু’দিন আগে, বৃহস্পতিবার গভীর রাতে বিপুল পরিমাণ টাকা পাচারের অভিযোগে ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের বিরুদ্ধে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত সাড়ে ১২টা নাগাদ পিংলার মণ্ডলবাড়ের কাছে পুলিশের তল্লাশি চলাকালীন চারটি গাড়িতে টাকা-সহ হাতেনাতে ধরা হয় ওই প্রাক্তন আইপিএস-কে। টাকার পরিমাণ ’ এককোটিরও বেশি। কোথা থেকে এত টাকা এল, কোথায় তা নিয়ে যাওয়া হচ্ছিল, জানতে ভারতীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে সব অভিযোগ অস্বীকার করে ভারতীয় দাবি, ‘‘পুলিশই গাড়িতে টাকা রেখে নাটক করছে। আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।’’ 




No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...