News H Times ওয়েব ডেস্ক:- এ শেষ দিকে এভারেস্ট অভিযানে যান অভিযাত্রীরা। তার আগে ক্যাম্প তৈরি করেন শেরপারা। অভিযাত্রীরা যাতে পর্বতারোহণের প্রতিকূল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেন তার জন্য অনেক পর্বতারোহী আগাম সেই ক্যাম্পের বাসিন্দা হন।
জানা গিয়েছে, গতকাল ফণীর প্রভাব পড়েছে এভারেস্টেও। ঘূর্ণিঝড়ের হাওয়ার দাপটে এভারেস্টে উড়ে গেল একাধিক তাঁবু। জানা গিয়েছে, ৬,৪০০ মিটার উচ্চতায় এভারেস্টের ২ নম্বর ক্যাম্পে প্রায় ২০টি তাঁবু উড়ে গিয়েছে। তবে এই ঘটনায় কারুর কোনও আহত হবার খবর নেই।
এই ঘটনার খবর মেলার পর ফণির বিপদ না কাটা পর্যন্ত পর্বতারোহীদের বেসক্যাম্পেই অপেক্ষা করতে নির্দেশ দেওয়া হয়েছে।
ছবি সৌজন্যে:- পিয়ালী বসাক( এভারেস্ট অভিযাত্রী)
জানা গিয়েছে, গতকাল ফণীর প্রভাব পড়েছে এভারেস্টেও। ঘূর্ণিঝড়ের হাওয়ার দাপটে এভারেস্টে উড়ে গেল একাধিক তাঁবু। জানা গিয়েছে, ৬,৪০০ মিটার উচ্চতায় এভারেস্টের ২ নম্বর ক্যাম্পে প্রায় ২০টি তাঁবু উড়ে গিয়েছে। তবে এই ঘটনায় কারুর কোনও আহত হবার খবর নেই।
এই ঘটনার খবর মেলার পর ফণির বিপদ না কাটা পর্যন্ত পর্বতারোহীদের বেসক্যাম্পেই অপেক্ষা করতে নির্দেশ দেওয়া হয়েছে।
ছবি সৌজন্যে:- পিয়ালী বসাক( এভারেস্ট অভিযাত্রী)



No comments:
Post a Comment