ভারত মহাসাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় ফণী এখন পুরী থেকে ৭০০ কিলোমিটার দূরে। ৩ মে বিকেলে পুরীর দক্ষিণে, গোপালপুর ও চাঁদবালির মধ্যবর্তী উপকূলে আছড়ে পড়বে সে, এমনই আশঙ্কা করা হচ্ছে । এর জন্য পুরী থেকে পর্যটকদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে।যারা উইকেন্ডে দীঘা যাবার প্ল্যান করছেন তারা ও ঐ ভাবনা ছাড়ুন কারন এর পর সেটি উপকূল ঘেঁষে এগিয়ে যাবে বাংলার দিকে। শনিবার দিঘার কাছাকাছি অঞ্চল দিয়ে রাজ্যের ভিতরে ঢুকে আসবে। তাই এই সময় দীঘার সমুদ্রেও নামার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মন্দারমনি, তাজপুর, উদয়পুরেও একই সতর্ক বার্তা থাকছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশার গঞ্জাম, খুুরদা, পুরী ও জগতসিংহপুরে সমুদ্রে ঢেউয়ের উচ্চতা দেড় মিটার পর্যন্ত হতে পারে। মত্সজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা সমুদ্রে গিয়েছেন তাদেরও ফিরে আসতে বলা হয়েছে। এমনকি অন্য রুটে ঘুরিয়ে দিতে বলা হয়েছে ট্রেনও। ইতিমধ্যেই উপকূলবর্তি এলাকা খালি করে দিতে বলা হয়েছে।এই ঝড়ের কারণে শুধু যে গাছপালা বা ফসলের ক্ষতি হবে এমনটা নয়, যোগাযোগ ব্যবস্থা থেকে বিদ্যুৎ বা মোবাইল পরিষেবা সবকিছুই বিপর্যস্ত হতে পারে।




No comments:
Post a Comment