Saturday, April 20, 2019

বাংলা যেন আগের বিহার।


১০ বছর আগে বিহারে যে অভিজ্ঞতা হয়েছিল, সেই একই রকম পরিস্থিতি পশ্চিমবঙ্গে। কোনও বিরোধী দলের নেতানেত্রী নন, বরং এমনটাই পর্যবেক্ষণ নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক। প্রসঙ্গত, পক্ষপাতিত্বের  ভোটের দুদিন আগে আজই মালদার পুলিশ সুপার অর্ণব ঘোষ কে আপসারণ করেছে নির্বাচন কমিশন। 

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...