Sunday, April 21, 2019

ক্যারম নিয়ে একদিনের অভিনব ওয়ার্কশপ।

NHT ওয়েব ডেস্ক:- গতকাল ২১ এ এপ্রিল আন্তর্জাতিক  মানের ২৯" ক্যারাম এর বিষয়ে একটি ওয়ার্কশপের   আয়োজন করেছিল ২৯" ক্যারম একাডেমী।
উদ্দেশ্য, বাংলার ক্যারম প্রতিভাদের জাতীয় স্তরে তুলে ধরা ।



এই শিক্ষামূলক কর্মশালায় হাতে কলমে খেলাটি শেখাতে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  বিশিষ্ট খেলোয়াড়েরা। 
 পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বক্তারা তিনটি বিষয়ে তাদের বক্তব্য রাখেন।
বেসিক অফ ক্যারম (২৯") বিষয়ে বক্তব্য রাখেন মদন মোহন মুখার্জি।
আম্পায়ারিং অফ ক্যারম (২৯")
বিষয়ক বক্তব্য রাখেন শ্যামল দাস।
এছাড়াও ভারতীয় ক্যারম ও আন্তর্জাতিক ক্যারম এর বিষয়ে পর্যালোচনা করেন দ্বিবেন্দু সিমলাই। হাতে কলমে ক্যারম এর বিভিন্ন দিক জানা ও শেখার সুযোগ তো ছিলই।



এদিন আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় ক্যারম (২৯") এর নিয়মাবলীর বইটির  বাংলা সংস্করণটির যেটির অনুবাদ করেছেন   ২৯" ক্যারম একাডেমী র সহ সম্পাদক  প্রদীপ্ত মুখার্জী।




No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...