Sunday, April 28, 2019

মোদির বিরুদ্ধে মনোনয়ন পেশে বাধা কৃষকদের

NHT ওয়েব ডেস্ক: বারাণসী কেন্দ্রে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন দেশের অনেক গরিব কৃষক। কিন্তু তাদের মধ্যে ৫০ জন কৃষক মনোনয়ন জমা দিতে গেলে তাঁদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, তাঁদের রীতিমতো হুমকিও দেওয়া হচ্ছে অভিযোগ উঠেছে।

অভিযোগের তির উত্তরপ্রদেশের গোয়েন্দা অফিসারদের দিকে। এই সবকিছুই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশেই হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তেলেঙ্গানা স্টেট টারমারিক ফার্মাস অ্যাসোসিয়েশনের সভাপতি কোটাপাটি নরসিমা নায়ডু।
তাঁর অভিযোগ, তেলেঙ্গানার বিভিন্ন প্রান্তের ৫০ জন কৃষক শনিবার নরেন্দ্র মোদির বিরুদ্ধে মনোনয়ন জমা দিতে বারাণসী পৌঁছান। বারাণসীর স্থানীয় কৃষকদের তাঁরা প্রার্থী পদের প্রস্তাবক হওয়ার কথা বলেন। তারপর থেকেই পদে পদে বাধা আসতে থাকে বলে অভিযোগ।

তবে এত প্রতিকূলতার পরেও তাঁরা মাথানত করবেন না বলেই জানিয়েছেন কৃষকরা। তাঁদের কথায়, 'আমরা কারও বিরোধিতা করতে চাই না। আমরা শুধু আমাদের সমস্যার কথা তুলতে ধরতে চাই।'

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...