Saturday, April 27, 2019

গোটা দেশে নিষিদ্ধ জনসন অ্যান্ড জনসন বেবি শ্যাম্পু !



NHTওয়েব ডেস্ক:-  ব্যবহার করা যাবে না জনসন অ্যান্ড জনসন বেবি শ্যাম্পু! সম্প্রতি, রাজস্থানের ড্রাগস কন্ট্রোল অর্গানাইজেশন শ্যাম্পুর নমুমা পরীক্ষা করে জানিয়েছে, শ্যাম্পুটি একেবারেই নিরাপদ নয়, শ্যাম্পুর ব্যবহারে ক্যান্সার পর্যন্ত হতে পারে শিশুর। পাশাপাশি রাজস্থানের পর্যবেক্ষক সংস্থা আরও জানিয়েছে যে শ্যাম্পুর নমুনায় ক্ষতিকর ফর্মালডিহাইড মিলেছে। কাজেই পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশ পর্যন্ত নির্দেশ অনুযায়ী এই পণ্যের বিক্রয় বন্ধ রাখতে হবে প্রতিটি রাজ্যগুলিকে।এমন ই নির্দেশ দিয়েছে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইট (NCPCR)।

 যদিও প্রস্তুতকারক সংস্থার দাবি জনসন অ্যান্ড জনসন বেবি শ্যাম্পু একেবারেই নিরপদ এবং সমস্তরকম নিয়ম মেনেই তা তৈরি হয়েছে। 

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...