Friday, April 19, 2019

নতুন বছর কেমন যাবে মিথুন রাশির ?




মিথুন:  মাঝে মধ্যেই আর্থিক সমস্যার মুখোমুখি হলেও পরিশ্রমের দ্বারা আর্থিক সমস্যার সমাধানও করতে পারবেন। দাম্পত্যজীবনে মাঝে মাঝেই মনোমালিন্য ঘটতে পারে।মানসিক চাপ এবছর আপনাকে চাপে রাখবে।শরীরের প্রতি যত্ন নিন বিশেষত যারা স্নায়ুর রোগে ভোগেন।পিত্তরোগ ও শ্লেষ্মাজনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ও রয়েছে। সন্তানদের শিক্ষার বিষয়ে বাধা আসতে পারে।অহেতুক চিন্তার কারণে মানসিক আঘাত পেতে পারেন। আইন, চিকিত্সা ও বিজ্ঞাপণ বিভাগে প্রভূত উন্নতির যোগ রয়েছে। শরীর মোটের ওপর ভালো থাকলেও পিত্তরোগ ও শ্লেষ্মাজনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীরের প্রতি যত্ন নিন। শুভরত্ন ও ধাতু  পান্না ও সোনা। শুভবর্ণ- সবুজ, শুভসংখ্যা-৫, শুভবার- বুধবার।

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...