NHTওয়েব ডেস্ক:- একদিকে যখন নিউ টাউনের প্রতিটি রাস্তায় চলছে নিয়মিত নজরদারির টহল তখন অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় অপরাধমূলক কাজকর্মও চলছে আগেরমতই। সন্ধ্যা নামলেই এই এলাকায় নির্মীয়মান বহুতলের ফাঁকা অংশে নেশাখোরদের ভিড় বাড়ার পাশাপাশি ইকো স্পেস থেকে ইডেন কোর্টগামী রাস্তায় নিত্যদিনই সন্ধ্যা নামলে বেশ কয়েকজন যুবক এসে বসে থাকে, যারা মেয়েদের দেখলেই কটূক্তি করে।
গত বুধবার অফিস শেষে অটো ধরে বাড়ি ফিরছিলেন তথ্য প্রযুক্তির এক তরুণী। রাত সাড়ে আটটা নাগাদ নিউ টাউনের ইকো স্পেস মোড় আইল্যান্ডে অটো থেকে নেমে তিনি যখন হেঁটে যাচ্ছিলেন ইডেন কোর্টের দিকে তখন এক যুবক তাঁকে লক্ষ করে কটূক্তি করে বলে অভিযোগ। তিনি প্রতিবাদ করলে ওই যুবক পিছু নেওয়া বন্ধ করে আচমকা তাঁকে পিছন থেকে এসে চেপে ধরে ঐ যুবক। চিৎকার করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত।
এই ঘটনার পর সাহস করে ঐ তরুণী নিউ টাউন থানায় গিয়েছিলেন অভিযোগ জানাতে। অফিস থেকে বাড়ি ফেরার পথে ঠিক কী ধরনের অভিজ্ঞতার শিকার তিনি হয়েছেন, তা লেখার জন্য তিনি অফিসারের কাছ থেকে একটি পেন চেয়েছিলেন তথ্যপ্রযুক্তি তালুকের বছর ২৬ এর ওই তরুণী। তখনই তাঁকে শুনতে হয়, থানা থেকে পেন দেওয়া যাবে না!
বাধ্য হয়েই বাইরে থেকে পেন কিনে অভিযোগ লেখেন ওই তরুণী।
গত বুধবার অফিস শেষে অটো ধরে বাড়ি ফিরছিলেন তথ্য প্রযুক্তির এক তরুণী। রাত সাড়ে আটটা নাগাদ নিউ টাউনের ইকো স্পেস মোড় আইল্যান্ডে অটো থেকে নেমে তিনি যখন হেঁটে যাচ্ছিলেন ইডেন কোর্টের দিকে তখন এক যুবক তাঁকে লক্ষ করে কটূক্তি করে বলে অভিযোগ। তিনি প্রতিবাদ করলে ওই যুবক পিছু নেওয়া বন্ধ করে আচমকা তাঁকে পিছন থেকে এসে চেপে ধরে ঐ যুবক। চিৎকার করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত।
এই ঘটনার পর সাহস করে ঐ তরুণী নিউ টাউন থানায় গিয়েছিলেন অভিযোগ জানাতে। অফিস থেকে বাড়ি ফেরার পথে ঠিক কী ধরনের অভিজ্ঞতার শিকার তিনি হয়েছেন, তা লেখার জন্য তিনি অফিসারের কাছ থেকে একটি পেন চেয়েছিলেন তথ্যপ্রযুক্তি তালুকের বছর ২৬ এর ওই তরুণী। তখনই তাঁকে শুনতে হয়, থানা থেকে পেন দেওয়া যাবে না!
বাধ্য হয়েই বাইরে থেকে পেন কিনে অভিযোগ লেখেন ওই তরুণী।

No comments:
Post a Comment