Saturday, April 27, 2019

সারেনি রেফার রোগ,৫ হাসপাতালে ঘুরেও মিলল না চিকিৎসা


N H T ওয়েব ডেস্ক:-২৪ ঘণ্টার মধ্যে পাঁচটি সরকারি হাসপাতাল থেকে রোগী ফেরানোর অভিযোগ। হাওড়ার বালির রাজচন্দ্রপুরের বাসিন্দা পেশায় কনডাক্টর সঞ্জয় নাথ। পরিবারের দাবি, শুক্রবার তাঁকে মারধর করেন বাসের চালক। ঘাড়ে গুরুতর আঘাত পান বছর ছত্রিশের সঞ্জয়। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। অভিযোগ, গতকাল সেখান থেকে রোগীকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এরপর পাঠানো হয় এসএসকেএম হাসপাতালে। সেখান থেকে রেফার করা হয় এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখান থেকে ফেরানোর পর নিয়ে যাওয়া হয় আরজি কর মেডিক্যাল কলেজে। তবে সেখানে গিয়েও সুরাহা হয়নি রোগীর। সেখান রোগীকে ভর্তি নেওয়া তো হয়নি  উল্টে বিনা চিকিত্সায় আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের বারান্দায় পড়ে রয়েছেন রোগী,এমনটাই অভিযোগ পরিবারের।

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...