Wednesday, April 10, 2019

শুরু হল প্রথমদফার ভোট

ওয়েব ডেস্ক:  আজ  বৃহস্পতিবার  থেকে শুরু হয়ে গেল গণতন্ত্রের উৎসব  দেশ জুড়ে।  এবার সাত দফায় ভোটগ্রহণ।সেই সাতের মধ্যে প্রথম দফার ভোট আজ।  সকাল সাতটায় শুরু হয়েছে ভোটগ্ৰহন পর্ব।গোটা দেশের ৯১টি কেন্দ্রে নির্বাচন হবে। সব মিলিয়ে ১২৭৯ জন প্রার্থী লড়াই করছেন। তাঁদের মধ্যে ৮৯ জন মহিলা প্রার্থী। মোট প্রার্থী সংখ্যার সাত শতাংশ মহিলা প্রার্থী।যাঁরা লড়াই করছেন, তাঁদের মধ্যে ৩৭ জনের বিরুদ্ধে তিন বা তিনের বেশি ফৌজদারি মামলা রয়েছে।

এবার লোকসভা নির্বাচনে কোচবিহারের দিকে নজর সকলেরই। কারণ, সেখানে তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা নিশীথ প্রামাণিককে প্রার্থী করেছে বিজেপি। সেখানে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে ফরওয়ার্ড ব্লক ছেড়ে আসা পরেশচন্দ্র অধিকারীকে। এছাড়াও লড়াইয়ে রয়েছেন ফরওয়ার্ড ব্লকের গোবিন্দ রায় ও কংগ্রেসের পিয়া রায়চৌধুরী।
কোচবিহারে মোট বুথ ২০১০টি। তার মধ্যে স্পর্শকাতর বুথ সংখ্যা ১২৫৩। বাকি ৮৫৭টি বুথে ভোট হবে রাজ্য পুলিসের নিরাপত্তায়। কোচবিহারে মোট ৪৭ কোম্পানি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরমধ্য়ে বুথ পাহারায় থাকবে ৪৫ কোম্পানি।


অন্যদিকে, আলিপুরদুয়ারে সম্মুখসমরে তৃণমূল কংগ্রেস ও বিজেপি। তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী হয়েছেন গতবারের সাংসদ দশরথ তিরকে। বিজেপির প্রার্থী জন বারলা। এছাড়াও লড়াইয়ে রয়েছেন আরএসপি ও কংগ্রেসের প্রার্থী।

আলিপুরদুয়ারে মোট বুথ ১৮৩৪টি। তারমধ্যে ১৮৩৪টি বুথের মধ্যে ৫৪৪টি বুথ স্পর্শকাতর হিসেবে ঘোষণা করা হয়েছে। আলিপুরদুয়ারে মোট ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনী থাকবে মোট ৮১৪টি বুথে। ১০২০টি বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী। 
ব্যঙ্গচিত্র:অতনু দাস।

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...