Saturday, April 13, 2019

রেলের খাবার নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন আনন্দবিহারের যাত্রীরা




নিজস্ব সংবাদদাতা: আগেও রেলের খাবার নিয়ে বহুবার অভিযোগ উঠেছে।আজও রেলের খাবার নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন দিল্লীগামী হাওড়া-আনন্দবিহার(১২৩২৩) ট্রেনের থার্ড এসির যাত্রীরা।যাত্রীদের অভিযোগ,ট্রেনটি কানপুরে এলে তাঁরা প্যান্ট্রি কর্মীদের ৫০ টাকার থালি অর্ডার করেন।

কিন্তু,জানানো হয় ৫০ টাকার থালি না থাকায় ১২০ টাকার থালি নিতে হবে।যাত্রীরা যথারীতি ১২০ টাকার থালি দেন।কিন্তু অভিযোগ তাঁদের প্যান্ট্রি কর্মীরা ৫০ টাকার থালি দিয়েই ১২০ টাকা নেন।বিক্ষুব্ধ যাত্রীরা প্যান্ট্রিকর্মীদের ঘেরাও করলে জানানো হয় তাঁরা কিছু জানেন না।এরপরই প্যান্ট্রি ম্যানেজারকে ঘিরে ধরেন।তিনিও কোনো সদুত্তর দিতে পারেননি।যাত্রীদের পক্ষ থেকে রেলের কাছে অভিযোগ জানানো হলেও উত্তর মেলেনি এখনও।টাকাও ফেরৎ দেওয়া হয়নি বলে জানিয়েছেন বিক্ষুব্ধ এক যাত্রী হাওড়ার আমতার প্রণব কাঁড়ার।রেল বারবার যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা প্রচার করলেও ট্রেনে পরিবেশিত খাবার নিয়ে যাত্রীদের বারবার ক্ষোভের কবে সদুত্তর ও পূর্ণ প্রতিকার মিলবে সেই আশাতেই রইলেন আপামর যাত্রীসাধারণ।

,যাত্রীদের পক্ষ থেকে রেলের কাছে অভিযোগ জানানো হলেও উত্তর মেলেনি এখনও। 



No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...