Friday, April 26, 2019

রক্তাল্পতায় ভুগছে শহর, এগিয়ে এল পিজি

 NHT ওয়েব ডেস্ক:-  একে গ্রীষ্মকাল তারওপর লোকসভা ভোট।এই দু এর যাঁতাকলে পড়ে রক্ত সংগ্রহে যেমন ভাটা পড়েছে তেমনই ব্লাড ব্যাংক গুলি ও  তীব্র রক্ত সংকটে ভুগছে।সেই সঙ্কট মোকাবিলায় এবার এগিয়ে এল  পিজি। পিজির সুপার,অধিকর্তা থেকে শুরু করে কর্মচারী,ছাত্র ছাত্রী গতকাল হাসপাতালের অ্যাকাডেমিক বিল্ডিংএর সামনের চত্বরে নিজেদের আয়োজনে করা রক্তদান শিবিরে রক্ত দিলেন।৫০০ ইউনিট লক্ষমাত্রা ধরে শুরু করে দেখা গেলো দিনের শেষে রক্তদান শিবির থেকে সংগৃহীত হয়েছে প্রায় ৭০০ ইউনিট রক্ত। সংগৃহীত রক্তের সিংহভাগ ই নিজেদের ব্লাড ব্যাঙ্কের চাহিদা মেটাতে ব্যাবহার করা হবে বলে পিজি সূত্রে জানানো হয়েছে।



No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...