ওয়েব ডেস্ক:- নোত্রদাম ক্যাথিড্রালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় প্যারিসের অন্যতম আকর্ষণ নোত্রদাম ক্যাথিড্রালে আগুন লাগে। আগুনের তীব্রতা এত প্রবল যে এর জেরে প্রায় সাড়ে ৮০০ বছরের পুরনো এই গির্জার চূড়া ও ছাদ ধসে পড়েছে।
পৃথিবীর প্রাচীনতম গির্জাগুলির মধ্যে অন্যতম এই স্থাপত্যকীর্তিটি। দুটি বিশ্বযুদ্ধের সাক্ষী, অগ্নি আগ্রাসনে বিপর্যস্ত নোত্র দাম গির্জায় যিশুখ্রিস্টের কাঁটার মুকুটও আছে

No comments:
Post a Comment