Monday, April 8, 2019

২০০ কেজির বাঘাইড়টি

সিলেট শহরে মাছের জন্য প্রসিদ্ধ বাজারগুলোর মধ্যে লালবাজার একটি। সিলেটের জকিগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর দুবাগ এলাকা থেকে  জেলেদের জালে ধরা পড়ে ২০০ কেজি (পাঁচ মণ) ওজনের বিশাল বাঘাইড়টি।
 মাছটি সিলেট শহরের লালবাজারের মাছ বিক্রেতা আনোয়ার হোসেনের কাছে নিয়ে আসার পর জানা  যায় সেটির ওজন২০০ কেজি। মণ হিসেবে দাঁড়ায় পাঁচ মণ। আস্ত মাছটির দাম ওঠে ৪ লাখ টাকা । তবে তা কেনার ক্রেতা মিলছে না। ফলে আড়াই হাজার টাকা কেজি দরে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 আজ সোমবার  থেকে মাছটি কেটে  বিক্রি করা হবে। এজন্য মাইকিং এর ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...