Monday, July 22, 2019

চাঁদের পথে পাড়ি দিল চন্দ্রযান ২। হুগলির গুড়াপের অখ্যাত গ্ৰাম আজ গর্বিত


HOWRAH TIMES ডিজিটাল ডেস্ক: উৎক্ষেপণ হল চন্দ্রযান-২-এর। সোমবার দুপুর ২টো ৪৩ মিনিটে চন্দ্রযান-২-কে নিয়ে উড়ে গেল জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভিহেকল। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে চাঁদের পথে পাড়ি জমাল ভারতের দ্বিতীয় চন্দ্রযান। ১৬ মিনিটের উড়ানের শেষে মহাকাশে নির্দিষ্ট কক্ষপথে চন্দ্রযানকে পৌঁছে দেবে রকেট বাহুবলী।

গত সপ্তাহে চন্দ্রযান ২-এর উড়ান প্রযুক্তিগত সমস্যার কারণে স্থগিত হয়ে গেছিল । আজকের দিনটার জন্য কোটি কোটি দেশবাসীর পাশাপাশি অধীর আগ্রহে অপেক্ষা করছিল হুগলির গুড়াপের শিবপুর গ্ৰাম।
 এই গ্ৰামেরই একটি ছেলে  একসময় বাবার হাত ধরে মাঠের কাজে নামতো, আর আজ সেখান থেকেই চন্দ্রযান ২ মিশনের গুরুভার যার কাঁধে তিনি  হুগলির বাঙালি চাষীর ছেলে চন্দ্রকান্ত৷ বাবা-মা যখন নাম রেখেছিলেন তখন ঘুনাক্ষরেও ভাবেননি ছেলের নাম একদিন জুড়ে যাবে চন্দ্র অভিযানের সাথে। আজ এটাই সত্যি, এই বাঙালিকে ছাড়া চাঁদে‌ যাওয়াই হত না ইসরোর। হুগলির চন্দ্রকান্তের তৈরি অ্যান্টেনার ভরসায় চাঁদের কক্ষপথে ঢুকছে ইসরো।

 ২০০১ সালে ইসরোতে যোগদানের পরে ক্রমশই নিজের কাজের মাধ্যমেই সামনে এগিয়ে গিয়েছেন চন্দ্রকান্ত৷ হয়ে উঠেছেন চন্দ্রযান ২-এর অন্যতম প্রধান বিজ্ঞানী৷
চন্দ্রযান ২ অভিযানে চাঁদের মাটিতে পা রাখতে চলেছে ভারত৷
'
'রাজা কা বেটা হি রাজা নেহি বনেগা, ওহি বনেগা জোর হকদার হ্যায়।' হালফিলের বলিউড হিট 'সুপার ৩০' -তে আনন্দ কুমার-রূপী হৃত্বিকের মুখের এই ডায়লগ নিজের জীবন দিয়ে সত্যি প্রমাণ করলেন চন্দ্রকান্ত। হুগলির শিবপুর গ্রামের এক অতি সাধারণ কৃষকের ছেলে চন্দ্রকান্ত।


No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...