Tuesday, June 11, 2019

কর্তব্যরত পুলিশ কর্মীকে থাপ্পড় মারার অভিযোগ বিজেপি সাংসদের বিরুদ্ধে


News H Times ওয়েবডেস্ক: পুলিশের সঙ্গে বিবাদে জড়িয়ে   প্রকাশ্যে কর্তব্যরত এক পুলিশ কর্মীকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে  উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ রেখা ভার্মা'র বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখিমপুর জেলার খেরি থানা এলাকায়। পুলিশকর্মীকে থাপ্পড় মেরে অবশ্য রেহাই পাননি রেখা। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। খেরির পুলিশ সুপার পুনম জানিয়েছেন, শ্যাম সিং নামে এক পুলিশ কর্মীকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে রেখা ভার্মার বিরুদ্ধে। শ্যাম সিং এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে রেখার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত বছর বিজেপির একটি কম্বল বিতরণ অনুষ্ঠানে দলীয় বিধায়ক শশাংক ত্রিবেদীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন রেখা। সবার সামনে শশাংককে রেখার জুতো দেখানোর ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। 

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...