News H Times ডিজিটাল মিডিয়া:-চাঞ্চল্যকর অভিযোগ চন্দননগর জিআরপি'র বিরুদ্ধে!
রাতের শেষ ট্রেন মিস হয়ে যাওয়ায় চন্দননগর স্টেশনকেই "সেফ জোন" মনে করে রাত কাটাতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হলেন জনৈক পাভেল ঘোষ।তাঁর অভিযোগ, রক্ষকরাই ভক্ষকের ভূমিকা পালন করেছিল সেই রাতে।তাঁর মোবাইল ফোন ও সঙ্গে থাকা সমস্ত টাকাপয়সা কেড়ে নেয় এক জিআরপি। প্রতিবাদ করলে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় তাকে।ফোনটি ফেরত না পেলে তার চাকরি থাকবেনা ,বার বার ফোন ফেরতের আবেদন করলে তাকে পরেরদিন ফোনের ডকুমেন্ট নিয়ে এসে ফোন ফেরত নিয়ে যেতে বলা হয় জিআরপি র তরফে। পরেরদিন উপযুক্ত কাগজ নিয়ে গেলে তারা ফোন কেড়ে নেওয়ার ব্যাপারটি সম্পূর্ণ অস্বীকার করে যান। এমনকি তাকে চিনতে অস্বীকার পর্যন্ত করা হয় জিআরপি'র তরফে বলে অভিযোগ পাভেলের। উল্টে তারা পাভেলকে জিডি করতে বললে পাভেল বলেন ,"ফোন তো আপনারাই নিয়েছেন। আপনাদের নামেই তো জি ডি করতে হয় "!
রাতের রেল স্টেশনে জিআরপির অত্যাচারের অনেক ঘটনা আগেও ঘটেছে বিভিন্ন স্টেশনে। টাকাপয়সা কেড়ে নেওয়া থেকে শুরু করে মারধর এমনকি মৃত্যুর ঘটনার ও নজির আছে। এই ঘটনা সেগুলির মধ্যে নবতম সংযোজন।
রাতের রেল স্টেশন বা প্ল্যাটফর্মে যদি পুরুষদেরই সুরক্ষা না থাকে তাহলে মহিলাদের ক্ষেত্রে তা কতটা নিরাপদ, এই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিল।

No comments:
Post a Comment