Friday, June 14, 2019

আজ নবান্নে ডাক মমতার। নবান্নে যাব না, বার্তা জুনিয়র ডাক্তারদের


News H Times ওয়েব ডেস্ক:- আজ শনিবার বিকেল পাঁচটায় জুনিয়র ডাক্তারদের জন্য অপেক্ষা করবেন মুখ্যমন্ত্রী। গতকাল নবান্নে সিনিয়র চিকিৎসকদের পাঁচ সদস্যের দল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এক বৈঠকের পর তাঁরা        মুখ্যমন্ত্রীকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে  সরাসরি কথা বলার পরামর্শ দিয়েছেন । আলোচনার মাধ্যমেই সমাধানসূত্র বেরোবে বলে নবান্নে বৈঠকে জানিয়ে দিয়ে এসেছেন তাঁরা। সিনিয়র চিকিত্সকদের পরামর্শ মেনে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলে নবান্নে ডেকে পাঠানোর সিদ্ধান্ত  হয় নীলরতন সরকার হাসপাতালে আন্দোলনরত হবু ডাক্তারদের।

মুখ্যমন্ত্রী প্ররিত স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্র সেই বার্তা নিয়ে পৌঁছে যান এনআরএসে। কিন্তু তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা। তাঁদের স্পষ্ট দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কেই আসতে হবে।
জুনিয়র ডাক্তারদের বক্তব্য, মুখ্যমন্ত্রীর তাঁদের সামনে না এসে এসএসকেএমে গিয়ে ধমক দিয়েছেন। তাঁদের বহিরাগতও বলেছেন। এজন্য তাঁকে ক্ষমা চাইতে হবে। একইসঙ্গে এনআরএসের জুনিয়র ডাক্তাররা মনে করছেন, দোষীদের না ধরে তাঁদের কার্যত কাঠগড়ায় তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ফলে মুখ্যমন্ত্রী গতকালের চেয়ে সুর নরম করলেও জেদ ধরে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। এখন দেখার, শনিবার দুপক্ষ কী সিদ্ধান্ত নেয়?




No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...