Sunday, June 30, 2019

আজ থেকে বহু নতুন লোকাল । নতুন সময়, নতুন স্টপ।


অবশেষে এ রাজ্যে লোকাল এবং দূরপাল্লার ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।আজ থেকে কার্যকর হচ্ছে নতুন সময়,নতুন স্টপ। ডিএম ইউ ট্রেন কে যেমন আপগ্ৰেড করা হয়েছে তেমনি বেশ কিছু মেমু প্যাসেঞ্জার এবং ই এম ইউ ট্রেন কে নিয়মিত করেছে ভারতীয় রেল।হাওড়া , তারকেশ্বর,শেওড়াফুলি এবং আরামবাগ শাখায় ১০ টি ইএম ইউ ট্রেনকে নিয়মিত করা হয়েছে।

বর্ধমান-রামপুরহাট-নলহাটি-আজিমগঞ্জ শাখায় ৫টি ডিএম ইউ ট্রেনকে মেমু ট্রেনে পরিবর্তন করা হয়েছে।
নতুন ছ'টি ইএম ইউ লোকাল চালু করা হয়েছে দক্ষিণ বিভাগে।



ব্যান্ডেল-কাটোয়া শাখায় বাঁশবেড়িয়া ও ত্রিবেণীর মাঝে ইসলামপাড়া হল্টকে নতুন যুক্ত করা হয়েছে।





No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...