News H Timesওয়েব ডেস্ক:- চার বঙ্গ সন্তানের বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ জয়ের আনন্দ নিমেষে বদলে গেল বিষাদে। গতকাল থেকেই অশনি সংকেত পাওয়া গেছিল যখন জানা গেল কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ জয়ের এই ব্রিগেডে পাঁচ বঙ্গ সন্তান থাকলেও শীর্ষে পৌঁছানোর খবর এসেছিল চারজনের।
১. রুদ্রপ্রসাদ হালদার, রমেশ রায়, শেখ সাহাবুদ্দিন ও বিপ্লব বৈদ্য এরা সফলভাবে কাঞ্চনজঙ্ঘা র শিখরে পৌঁছলেও খবর ছিলনা হাওড়ার পর্বতারোহী কুন্তল কাঁড়ারের।আর তার পর থেকেই বাড়তে থাকে জল্পনা।কুন্তল কি পারেননি কাঞ্চনজঙ্ঘা জয় করতে! পরে সূত্র মারফত জানা যায়, কাঞ্চনজঙ্ঘার শীর্ষে ফাইনাল সামিটের আগেই অসুস্থ হয়ে পড়েন কুন্তল।
রুদ্রপ্রসাদ হালদার, রমেশ রায়, শেখ সাহাবুদ্দিন ও বিপ্লব বৈদ্যরা কাঞ্চনজঙ্ঘার শীর্ষে পৌঁছালেও পারেননি কুন্তল।
কুন্তল HA PE( High attitude pulmonary edema) তে আক্রান্ত হয়েছিলেন । রাতেই কুন্তল কে ক্যাম্প চারে নামানোর চেষ্টা চালিয়ে ও সফল হননি শেরপারা। ওখানে নামাতে পারলে হয়তো কিছুটা আশা থাকত কুন্তল এবং বিপ্লবকে সুস্থ করে তোলার কারণ প্রপার মেডিসিন ও ইনজেকশন ছিল ওই ক্যাম্পেই। কিন্তু কাঞ্চনজঙ্ঘায় ওঠা যেমন কঠিন নামা বোধহয় আরও বিপজ্জনক। কাঞ্চনজঙ্ঘা এমনই দূর্গম গিরি এর আগেও অনেক প্রাণ হারিয়েগেছে আগেও। এবার ও সে ছেড়ে কথা বলেনি পাঁচজনকে।দুজন মৃত,একজন গুরুতর অসুস্থ।একজন নিখোঁজ ও বাকি এক অসুস্থ। আগামীকাল কলকাতা থেকে রওনা দিচ্ছে উদ্ধারকারী দল ,দলে থাকছেন এভারেস্ট জয়ী মলয় মুখোপাধ্যায়।

No comments:
Post a Comment