Monday, May 27, 2019

সিবিআই দফতরে হাজিরা এড়ালেন রাজীব কুমার


সোমবার সকাল ১০ টার মধ্যে সিবিআই দফতরে হাজির হতে বলেছিল সিবিআই। কিন্তু এবারও সিবিআই হাজিরা এড়ালেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। এ দিন দুপুর পর্যন্ত তিনি সিবিআই দফতরে হাজির হননি। রাজীব কুমারের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, রবিবার বিকেলেই তিনি কলকাতা ছেড়েছেন। তিনি বর্তমানে ব্যক্তিগত কাজে উত্তর প্রদেশে রয়েছেন।

অন্য দিকে সিজিও কমপ্লেক্স সূত্রে খবর, তাঁরা গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন এবং সেই অনুযায়ী রিপোর্ট জমা দেবেন দিল্লির দফতরে।

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...