News H Timesওয়েব ডেস্ক: ভোট পরবর্তী হিংসা অব্যাহত। আবারও উত্তপ্ত উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়া। রবিবার রাতে সেখানে এক যুবককে গুলি করে খুন করার অভিযোগ উঠল। দুষ্কৃতীরা ব্যাপক বোমাবাজি করে বলেও অভিযোগ। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
বিজেপির দাবি, চন্দন আগে তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন। সম্প্রতি তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। সেই রোষেই তাঁকে খুন করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।
অপরদিকে কোচবিহারে আক্রান্ত এক তৃনমূলের কর্মী। রাতে ঘরে ফেরার মুখে আক্রান্ত হন ঐ তৃণমূল কর্মী। আচমকাই বাইকে চড়ে এসে ঐ ব্যক্তিকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় অজ্ঞাতপরিচয় একদল দুষ্কৃতী। ঘটনাটি কোচবিহারের পুন্ডিবাড়ির।
বিজেপির দাবি, চন্দন আগে তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন। সম্প্রতি তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। সেই রোষেই তাঁকে খুন করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।
অপরদিকে কোচবিহারে আক্রান্ত এক তৃনমূলের কর্মী। রাতে ঘরে ফেরার মুখে আক্রান্ত হন ঐ তৃণমূল কর্মী। আচমকাই বাইকে চড়ে এসে ঐ ব্যক্তিকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় অজ্ঞাতপরিচয় একদল দুষ্কৃতী। ঘটনাটি কোচবিহারের পুন্ডিবাড়ির।

No comments:
Post a Comment