Thursday, May 2, 2019

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হাওড়ার উলুবেড়িয়া, নামল র‍্যাফ

News H Times ওয়েব ডেস্ক:- আগামী ৬ মে ভোট উলুবেড়িয়া কেন্দ্রে।  তার  আগেই তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হাওড়ার উলুবেড়িয়ার রাজাপুরের জোয়ারগড়ি-নয়াচক গ্রাম। তৃণমূলের প্রচার সভায় পরিকল্পিত হামলা এবং মঞ্চ ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আটক এক বিজেপি কর্মী। তৃণমূলের অভিযোগ, গতকাল রাতে উলুবেড়িয়া কেন্দ্রের প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে প্রচার সভা শুরুর আগে হামলা চালায় বিজেপি কর্মীরা। মঞ্চের চেয়ার-টেবিল উল্টে দিয়ে , ভেঙে দিয়ে তান্ডব চালায় তারা।এছাড়াও ছিঁড়ে দেওয়া হয় তৃণমূলের পতাকা, ফ্লেক্স। সভা ভেস্তে যায় বলে অভিযোগ তৃণমূলের।  

যদিও বিজেপির পাল্টা অভিযোগ, তাদের প্রচার চলাকালীন তৃণমূলই হামলা চালায়। ঘটনাস্থলে যায় রাজাপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় র‍্যাফ। দু’ পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে।

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...