Thursday, April 11, 2019

বাম প্রার্থীর গাড়িতে হামলা,অভিযোগের তির তৃণমূলের দিকে

ওয়েব ডেস্ক : বাম প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ। কোচবিহারের মাথাভাঙায় পচাগড়া এলাকায়   বাম প্রার্থী রবীন্দ্র রায়ের  গাড়িতে হামলা চালানো হয়।
রবীন্দ্র রায়ের অভিযোগ, এদিন সকাল থেকেই ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় এলাকায় ঘুরছিলেন তাঁরা। এমন সময়ই তাঁরা খবর পান যে, ২৩৮ নম্বর বুথে রিগিংয়ের চেষ্টা করা হচ্ছে। সঙ্গে সঙ্গেই তাঁরা সেখানে যান। সেখানেই শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর গাড়িতে হামলা চালায়।

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...