Friday, June 14, 2019

অভিনন্দনকে নিয়ে বিজ্ঞাপনের জবাব! পাকিস্তানকে ব্যঙ্গ করে অন্তর্বাস খুললেন পুনম পান্ডে

News H Times ওয়েব ডেস্ক :- ভারতীয় উইং কম্যান্ডার  অভিনন্দন বর্তমান গোটা দেশের কাছে হিরো। ভারতীয় উইং কমান্ডারকে নিয়ে পাকিস্তানের কুরুচিপূর্ণ বিজ্ঞাপন  দেশের মানুষ সহ্য করতে পারেননি।     
প্রসঙ্গত, অভিনন্দন বর্তমানকে নকল করা সেই বিজ্ঞাপনে দেখা গেছিল , ভারতীয় দলের নীল রঙা জার্সি পরা অভিনন্দন বর্তমানের মতো দেখতে এক ব্যক্তিকে কিছু প্রশ্ন করা হচ্ছে। তিনি অভিনন্দনের মতোই প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করছেন। তাঁকে এক কাপ চা খেতে দেওয়া হয়। চায়ের প্রশংসা করেন ওই ব্যক্তি। অভিনন্দন যেমন করেছিলেন। এরপরেই কাপ হাতে নিয়ে উঠতে দেখা যায় ওই ব্যক্তিকে। কিন্তু কাপটি তার হাত থেকে কেড়ে নেওয়া হয়।

পাকিস্তানের টিভি চ্যানেলে  অভিনন্দন বর্তমানকে নকল করে বানানো এই বিজ্ঞাপনে চটেছিলেন দেশের মানুষ।  ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেশানোর পাকিস্তানের জ্যাজ টিভির এই  প্রক্রিয়াকে ভাল চোখে দেখেননি কেউ। ভারতের বিভিন্ন  প্রান্তের মানুষ বিভিন্নভাবে সেই চ্যানেলকে পাল্টা জবাব দিয়েছেন।




আর  এবার পাকিস্তানের চ্যানেলকে জবাব দিতে আসরে নামলেন পুনম পান্ডে। একেবারে তাঁর নিজের স্টাইলে। পাকিস্তানকে ব্যঙ্গ করে তিনি এবার অন্তর্বাস খুলেছেন। আর সেই ভিডিয়ো এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।



No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...