Sunday, May 26, 2019

রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা

News H Timesওয়েব ডেস্ক: কলকাতার প্রাক্তন পুলিস কমিশনারের বাড়িতে ফের সিবিআই। রবিবার সন্ধ্যায় রাজীব কুমারের বাসভবনে হাজির হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
তবে ঠিক কী কারণে সিবিআই এদিন রাজীব কুমারের বাড়িতে হানা দিল, তা এখনও স্পষ্ট নয়। বাড়িতেই কি রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করা হবে, নাকি তাঁকে গ্রেফতার করা হবে, তা এখনও স্পষ্ট নয়।

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...