Thursday, July 18, 2019

দ্বিতীয় হুগলি সেতুর আলোকসজ্জায় কোটি কোটি টাকার 'কেলেঙ্কারি', মত ক্যাগের


HOWRAH TIMES ডিজিটাল ডেস্ক:-১৯৯২ সালের ১০ অক্টোবর উদ্ধোধন হয় বিদ্যাসাগর সেতুর।সূচনা লগ্নে এই সেতুতে আলোর অপ্রতুলতা নিয়ে সমালোচনা হয়েছিল বিস্তর। যেহেতু হুগলি রিভার ব্রিজ কমিশনার (এইচআরবিসি) বিদ্যাসাগর সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে তাই তারা পরে সিদ্ধান্ত নেয় সোডিয়াম বেপার ল্যাম্প বসানোর। ২০১০ এর মাঝামাঝি সিদ্ধান্ত হয় বেপার ল্যাম্প বাতিল করে এলইডি লাগানোর। উদ্দেশ্য ছিল, সৌন্দর্যয়ন ও খরচ কমানো।খরচ কমা ছাড়াও ঐ নয়া ব্যবস্থায় কার্বন নির্গমনের হার ও কমার কথা। কিন্তু লাগানোর কিছুদিনের মধ্যেই  এলইডি গুলি খারাপ হয়ে যায়। সেগুলি বর্তমানে অচল হয়ে পড়ে আছে। এটিকে 'অপচয়ী ব্যয়' বলে মনে করছে
কন্ট্রোলার অ্যান্ড  অডিটর জেনারেল অফ ইন্ডিয়া (ক্যাগ)। নষ্ট হওয়া টাকার পরিমাণ প্রায় ৪ কোটি। যে সংস্থা এই কাজ করেছিল তারা ঠিকমতো কাজ করতে পারবে কিনা তা নিশ্চিত না হয়েই টিকার সংস্থাকে‌ টাকা দেওয়া হয়েছিল এবং খারাপ হয়ে যাওয়ার পরেও সেই সংস্থার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এই বিষয়ে এইচআরবিসি-র আধিকারিকদের বিরুদ্ধে তদন্তের সুপারিশ করেছে ক্যাগ।

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...